ঢাকা: শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে তিনটি নাটকের মঞ্চায়ন ও লবির উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহব্যাপী পদাতিকের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২২-২৩’।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট মঞ্চায়ন করে ‘অচলায়তন, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’ ও স্টুডিও থিয়েটারে ছিল বটতলার নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।
প্রাচ্যনাট প্রযোজিত ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অচলায়তন’ নাটকটির নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম। বহুদিন ধরে চলে আসা প্রথাকে কঠোর নিয়মের আবদ্ধে পালন করতে গিয়ে সময়ের আবর্তনে অচলায়তন বিদ্যায়তনের কোনো পরিবর্তন হয় না। এখানকার বিদ্যার্থীরাও কোনো প্রশ্ন ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবতীয় নিয়ম ও অনুশাসন মেনে চলে। অচলায়তনের বাইরের জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এমনকি যোগাযোগ করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ পাওয়াটাও তাদের জন্য ‘মহাপাপ’-এর নামান্তর!
এ বিদ্যায়তনের দুই শিক্ষার্থী- পঞ্চক ও মহাপঞ্চক। তারা আপন ভাই হলেও তাদের জীবনদর্শন বিপরীত। পঞ্চক বিদ্রোহী মনোভাবসম্পন্ন যেসব গতানুগতিকতাকে প্রশ্ন করে এবং অচলায়তনের নিয়মতান্ত্রিকতার ত্রুটিসমূহকে চিহ্নিত করে। অপরদিকে মহাপঞ্চক গতানুগতিক চিন্তাপ্রবাহে অন্ধভাবে বিশ্বাস করে এবং বিদ্যায়তনের সব নিয়মকেই বিনা প্রশ্নে অনুসরণ করে। এ দুই ব্যক্তির মধ্যকার যে ইচ্ছার দ্বন্দ্ব তা আরও দৃঢ়ভাবে প্রকাশিত হয় যখন অচলায়তনে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র নিয়মতান্ত্রিকতাকে অটুট রাখার স্বার্থে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতে থাকে। এরই মধ্যে প্রেক্ষাপটে উপস্থিত হন গুরু বা দাদাঠাকুর এবং বাইরের বাস্তব জগত ও সেই জগতের মানুষদের সঙ্গে অচলায়তনের বিদ্যার্থীদের পরিচয় ঘটে প্রায় যুদ্ধের ডামাডোলের ভেতর। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সানজিদা প্রীতি, ফরহাদ হামিদ তৌফিকুল ইসলাম ইমন, পারভীন পারু, সুপ্তি দাস চৈতি, নাহিদা আক্তার (আঁখি), ডায়না ম্যারেলিন চৌধুরী, স্বাতী ভদ্র, শর্মী আক্তার, সাবরিনা রহমান ঊষা, মৃত্তিকা জাকির, সারাহ জেবীন অদিতি, নানজিবা শৈলী, উর্মি সাহা রায়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
এর আগে গত ১২ মে শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সাতদিনের এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এইচএমএস/আরবি