ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন শিল্পী শাহীন সামাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন শিল্পী শাহীন সামাদ

ঢাকা: বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩ পাচ্ছেন নজরুলসংগীতের খ্যাতিমান শিল্পী শাহীন সামাদ। নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নজরুল পুরস্কার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী বুধবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে শিল্পীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়ার পাশাপাশি শিল্পীকে নজরুল পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা দেওয়া হবে।  

সুদীর্ঘ পাঁচ দশক ধ্রুপদী সঙ্গীতচর্চায় অতিক্রম করা দেশের বীর মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী শাহীন সামাদ’র সংগীতে হাতেখড়ি সাত বছর বয়সে। বাবা-মা’র অনুপ্রেরণায় অভিষিক্ত শাহীন সেই ১৯৬৪ সাল থেকে আজ অবধি নজরুল’র গানকে বাংলাদেশের সংগীত পিপাসুদের কাছে সুষ্ঠুভাবে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। খুব অল্প বয়সেই উস্তাদ রাম গোপাল, উস্তাদ ফজলুল হক, উস্তাদ ফুল মোহাম্মদ, উস্তাদ মোহাম্মদ সগীর উদ্দিন খান, উস্তাদ মশকুর আলী খানদের মতো বিশ্ববিখ্যাত পণ্ডিতদের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়ার সৌভাগ্য হয়েছে শাহীন’র।

এছাড়া একাত্তরে আমাদের মুক্তি সংগ্রামে মুক্তিযোদ্ধারা যখন রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তখন শাহীন রণাঙ্গনে ঘুরে ঘুরে গান গেয়েছেন, উজ্জীবিত করেছেন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে। গান করেছেন স্বাধীন বাংলা বেতারে। ১৯৯১ সালে বাংলাদেশে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী সাইক্লোন ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশে তিনি দেশের প্রথিতযশা শিল্পীদের সঙ্গে আবুধাবীতে ‘কনসার্ট ফর বাংলাদেশ সাইক্লোন ডিজাস্টার রিলিফ’-এ অংশ নেন।

শিল্পী শাহীন সামাদ সংগীতে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া নজরুল ইনস্টিটিউট আজীবন সম্মাননা, ন্যাশনাল প্রেসক্লাব অ্যাওয়ার্ড, বাংলাদশ হাই কমিশন (কলকাতা) অ্যাওয়ার্ডসহ অজস্র পুরস্কার পাওয়ার রেকর্ড শিল্পীর ঝুলিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।