ফরিদপুর: দুটি কিডনি নষ্ট, লিভার ফুলে গেছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী শরিফুল শেখ; তবুও বাঁচার আকুতি তার।
চিকিৎসক জানিয়েছেন, তার কিডনি ও লিভার নষ্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত পিজিতে স্থানান্তর করতে হবে।
পরিবার জানিয়েছে, মো. শরিফুলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে। তার নামে ৪ শতাংশ জমি ছিল, যার ১ শতাংশ বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন। তার গরিব স্ত্রীর পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তারা।
জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাঙ্গা গ্রামে স্ত্রী, ২ ছেলে মেয়ে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন শরিফুল। কৃষি কাজ ও ভ্যান চালানো ছিল তার মূল পেশা। ছেলে মেয়ে নিয়ে সুখেই দিন যাচ্ছিল তার। কিন্তুু মরণব্যাধি বিভিন্ন রোগে থাবা বসিয়েছে তার শরীরে।
প্রতিবেশীরা জানান, শরিফুল একজন ভালো মানুষ। কিছুদিন আগে তার কিডনি ও লিভারে রোগ ধরা পড়ে। তিনি অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক।
তারা আরও বলেন, শরিফলের বাবা-মা নেই। নিজেরও সামর্থ্য নেই চিকিৎসা করার। এ কারণে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
স্ত্রী শেফালী বেগম বলেন, ঘরে এমন কিছু নেই যে বিক্রি করে তার চিকিৎসা করাব। ৪ শতাংশ জমি ছিল, ১ শতাংশ বিক্রি তরে চিকিৎসা করিয়েছি। প্রতিদিন ২০০ টাকার ওষুধ লাগে। নিজের ছেলে-মেয়েদের ৩ বেলা খাবার দিতে পারতেছি না, ওষুধ কিনব কোথা থেকে? অনেক অভাবে আছি।
মধুখালীর নওপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জবেদ আলী বলেন, লোকটি খুবইগরিব। টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।
আর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম টিপু বলেন, একেবারেই গরিব এ ব্যক্তিটির রোগের চিকিৎসা ব্যয় নিজের পক্ষে বহন করা সম্ভব নয়। আমি তার জন্য যতদূর সম্ভব সাহায্যের চেষ্টা করব। অনেক ব্যয়বহুল চিকিৎসা তাই বিত্তশালীদেরও এগিয়ে আসারও আহ্বান জানান এ জনপ্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএমজেড