ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানগুলো হলো- মান্নান করপারেশন এবং এম এম ফুড প্রোডাক্টস।
শুক্রবার (১৯ মে) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) র্যাব-১০ এর সহায়তার র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে রাজধানীর ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআইর প্রতিনিধির উপস্থিতি ছিলেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, এই দুটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। এদের মধ্যে মান্নান করপারেশন প্রতিষ্ঠানকে নগদ ৫ লাখ টাকা এবং এম এম ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে নগদ ২ লাখ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও নকল বৈদ্যুতিক সমগ্রী উৎপাদন,মজুদ ও বাজারজাত করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৯ মে ২০২৩
এসজেএ/ এসএম