ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশি বাধায় রেজিস্ট্রারি মাঠের ফটকে অবস্থান মেয়র আরিফের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
পুলিশি বাধায় রেজিস্ট্রারি মাঠের ফটকে অবস্থান মেয়র আরিফের

সিলেট: রেজিস্ট্রারি মাঠে বিএনপিকে শুক্রবার সমাবেশ করতে দেয়নি পুলিশ। এ কারণে শনিবার আবারও সমাবেশের ডাক দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তবে মাঠের প্রস্তুতি পরিদর্শনে গেলে মেয়র আরিফকে ঢুকতে দেয়নি পুলিশ। যে কারণে আগামকাল এই স্থানে সমাবেশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

এ সময় পুলিশের সঙ্গে মেয়রের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে প্রধান ফটকের সামনে বসে পড়েন।  

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাবেশ করার জন্য তিন দিন আগে চিঠি দিয়ে রেখেছি। সংবাদ মাধ্যমে ও মাইকে প্রচারণা চালিয়েছি। এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়। নির্বাচনে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য নগরবাসীকে ডেকেছি। কিন্তু পুলিশ আমাকে রেজিস্ট্রারি মাঠে ঢুকতে দেয়নি।

পুলিশ তাকে সরে যেতে বললে মেয়র বলেন, আমি এখান থেকে সরছি না। প্রয়োজন হলে আমাকে আটক করে নিয়ে যান। গ্রেফতার বা জেলের ভয় দেখিয়ে আমকে আটকানো যাবে না।  

তিনি রেজিস্ট্রারি মাঠে নিজের অবস্থানের কথা গণমাধ্যমের কাছে জানিয়ে নগরবাসীর সহযোগীতা কামনা করেন।  

এরপর অবশ্য পুলিশ রেজিস্ট্রারি মাঠের প্রধান ফটক খুলে দেয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এনইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।