ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে মাজার পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
কুলিয়ারচরে মাজার পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে অবস্থিত হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাকের (রা.) মাজার জিয়ারত ও পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (১৯ মে) বিকেল ৫টার দিকে তিনি মাজার জিয়ারত ও পরিদর্শন করতে যান।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মাজার জিয়ারত করেন এবং মাজারটি ঘুরে দেখেন। ওরস উপলক্ষ্যে আগত ভক্ত ও আশেকানদের সঙ্গে কথা বলেন।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ১৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর গাউস পাক (রাঃ) এর মাজার অবস্থিত। মাজারে প্রতিদিন বহু ভক্তের আগমণ হয়। বাংলা বছরে দুইবার জ্যৈষ্ঠ ও অগ্রহায়ণ মাসে ওরস অনুষ্ঠিত হয়। মাজারে ৫ দিন পর্যন্ত চলে এই ওরস।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।