হবিগঞ্জ: চা শ্রমিকদের ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ দিবস আজ। ১৯২১ সালের এই দিনে চাঁদপুরের মেঘনাঘাটে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় চা শিল্পের শ্রমিকদের।
‘মুল্লুকে চলো’ দিবস উপলক্ষে আজ চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগানের শ্রমিকরা সমাবেশ করবেন। শনিবার (২০ মে) লস্করপুর বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানিয়েছেন।
চা শ্রমিকদের ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অব্যাহত নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সে সময়কার চা শ্রমিক নেতা পন্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পন্ডিত দেওসরন চা শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘মুল্লুকে চল’ ( দশে চল) আন্দোলনের ডাক দেন।
ডাকে সাড়া দিয়ে ১৯২১ সালের ২০ মে সিলেট থেকে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান সিলেট অঞ্চলের ৩০ হাজারের বেশি শ্রমিক। তারা জাহাজে চড়ে দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ সৈন্যরা শত শত চা শ্রমিককে হত্যা করে মৃতদেহ মেঘনায় ভাসিয়ে দেয়।
ব্রিটিশ সৈন্যদের হাত থেকে ওইদিন যারা পালিয়ে এসেছিল তাদেরকেও আন্দোলন করার অপরাধে নির্যাতনের শিকার হতে হয়।
এ দিবস নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, চা শ্রমিক দিবসটি শতবছরেও স্বীকৃতি না পাওয়ায় আমরা হতাশ। বার বার দাবি করেও শুধু আশ্বাসেই সীমাবন্ধ থেকেছে এই দাবি।
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
এএটি