হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বখাটেদের মারধরে মসজিদের মোয়াজ্জিন ইরফান আলী খুন হওয়ার এক মাস পার হলেও এখনও ২২ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
তবে পুলিশের ভাষ্য, খুনিদের ধরতে মাঠে কাজ চলছে এবং ইতোমধ্যে ছয় জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গত ঈদুল ফিতরের পরের দিন উপজেলার রসুলপুর গ্রামে উচ্চস্বরে গান বাজাতে বারণ করলে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ইরফান আলীকে পিটিয়ে হত্যা করে একদল বখাটে। পরে নিহতের ছেলে বায়জিদ মিয়া ২৮ জনের নামে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকাণ্ডের ৩০ দিন পার হয়ে গেলেও মূল আসামী জামাল মিয়া, জসিম মিয়া, ইদ্রিস আলী ও কুতব মিয়া এখনও পলাতক। এটি অত্যন্ত দুঃখজনক।
মামলার বাদী বায়োজিদ বলেন, আমার বাবাকে তো আর ফিরে পাবো না; কিন্তু মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনার দিন ৪ জন এবং পরে কিশোরগঞ্জ জেলা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২২ আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মে ২০, ২০২৩
এএটি