ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া জেলাসমূহে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে সেসব জেলাকে এগিয়ে নেওয়া।
শনিবার (২০ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মৌলভীবাজারের উন্নয়নে স্থানীয়দের দাবি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের কাছে জোর দাবি তুলবো মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। একইসাথে মেডিকেল কলেজ তৈরি করার পরিকল্পনাও রয়েছে। তবে বৈশ্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় একটু সময় লাগবে।
কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমেদ, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২০, ২০২৩
এনবি/এমজেএফ