ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জমি অধিগ্রহণ জটিলতায় ঢাকা-সিলেট ৪ লেনের কাজে ধীরগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
জমি অধিগ্রহণ জটিলতায় ঢাকা-সিলেট ৪ লেনের কাজে ধীরগতি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জমি অধিগ্রহণের জটিলতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ৪ লেন প্রকল্পের কাজে ধীরগতি হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

শনিবার (২০ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

আখাউড়া-সিলেট রেলরুট বিষয়ে তিনি বলেন, একনেকে পাস হওয়ার পরেও বাজেট জটিলতার কারণে আখাউড়া-সিলেট রেললাইনের কাজ আটকে আছে।

হাকালুকি হাওরের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, হাকালুকি হাওর উন্নয়ন নিয়ে গবেষণা দরকার।

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের জনশক্তি কাজে লাগাতে হবে।

কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী ড. এম এ মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আহমেদ, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।