ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামি আটক ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামি

ঢাকা: জেলার দক্ষিণ কেরানীগঞ্জ, সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটক আসামিরা হলেন মো. ইকবাল মাহমুদ (৪১), মো. মনির হোসেন মৃধা (৫৯) ও মো. ফরহাদ মোল্লা (৪১)।

 

শনিবার (২০ মে) রাত থেকে রোববার (২১ মে) সকাল পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ, রাজধানীর সবুজবাগ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

শনিবার (২১ মে) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, রোববার (২১ মে) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক অর্থঋণ মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইকবাল মাহমুদকে আটক করা হয়।

আটক ইকবাল ঢাকার বংশাল থানাধীন বাবু বাজার এলাকার মো. মোসলেম বেপারীর ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১০০ টাকা পাওয়া যায়।

অপরদিকে, শনিবার (২০ মে) রাতে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রতারণা মামলা দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও তিনটি অর্থঋণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন মৃধাকে আটক করে র‍্যাব-১০ এর একটি টিম। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার খন্দকার কান্দি মৃধাবাড়ি এলাকার মো. সৈয়দ হোসেন মৃধার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়।  

একই দিনে অপর একটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা থেকে পলাতক অর্থঋণ মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৯২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ মোল্লাকে আটক করা হয়।  

র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক আসামিরা এসব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।