ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে ২ তরুণের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২১, ২০২৩
সুনামগঞ্জে বজ্রপাতে ২ তরুণের মৃত্যু 

সিলেট: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে পলাশ মিয়া ও তোয়াসিন আহমদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ মে) বিকেলে সাড়ে ৪টা দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নে ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ (১৬) ও শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন আহমদ (২২)।

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের ফুটবল খেলা চলছিল। খেলায় হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ ও শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন দুই পক্ষের হয়ে খেলছিলেন। এমন সময় কালবৈশাখী ঝড়ের আভাসে আকাশে মেঝের ঘনঘটায় বিজলী চমকাতে থাকে। হঠাৎ বজ্রপাতে দুই তরুণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার মাঠে দুই পক্ষের খেলা চলাকালে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাতে এ দুই তরুণ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।