ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২২, ২০২৩
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের নামে মামলা

রংপুর: রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনুস আলী (৩৫) নামে এক ইউপি সদস্যের নামে মামলা হয়েছে।  

সোমবার (২২ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব।


এর আগে রোববার (২১ মে) বদরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।

অভিযুক্ত ইউনুস আলী উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মমিন চৌধুরী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, শনিবার (২০ মে) বিকেল ৩টায় মেয়েটির বাড়িতে যান ইউপি সদস্য ইউনুস আলী। তার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইউনুস আলী মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইউপি সদস্য কৌশলে পালিয়ে যান। ইউনুস আলী ও মেয়েটি একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর মা বলেন, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় স্বামী বাইরে কাজে ছিলেন। আর আমি বোনের বাড়িতে ছিলাম। মেয়েটি বাড়িতে একা ছিল। এই সুযোগে ইউপি সদস্য ইউনুস আলী আমার বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন।  

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ইউনুস আলী বলেন, আমি এলাকায় ডিসের ব্যবসা করি। ঘটনার দিন মেয়েটির বাড়িতে গিয়েছিলাম টেলিভিশনের চ্যানেল ঠিক করার জন্য। আমি তার ঘরে ১ থেকে ২২টি চ্যানেল পরিবর্তন করে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। ওই সময়ে মেয়ের এক চাচিও সেখানে ছিলেন।

এ বিষয়ে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডলু শাহ্ বলেন, ওই ঘটনায় আমার পরিষদের ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। সেই ইউপি সদস্য বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন।  

বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মা মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।