ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ২২, ২০২৩
নড়াইলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৫

নড়াইল: জেলার সদর থানায় বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ২৪ ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ মে) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসরাফিল সরদার, মনিরুল সরদার, আলমগীর শেখ, আমির শেখ, মফিদুল ইসলাম, তালতলা গ্রামের ওলিয়ার মোল্যা, মাহবুর রহমান মোল্যা, মফিজুর রহমান মোল্যা, আব্দুল হাই মোল্যা, সানোয়ার মোল্যা, আলমগীর মোল্যা, তোহা মোল্যা, মনোয়ারা মিনি, পলইডাঙ্গা গ্রামের মুরাদ হোসেন ও আরাজি মরিচা গ্রামের মিলন আকুঞ্জি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারদের আদালতের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ২২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।