ঢাকা: বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) রাঙামাটি বন বিভাগের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়।
‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
ড. মো. জাহিদুর রহমান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, বনরূপা, রাঙামাটি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ, উপ-বন সংরক্ষক, রাঙামাটি অঞ্চল, রাঙামাটি, রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, রাঙামাটি, সালেহ মো. শোয়াইব খান, বিভাগীয় বন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, রাঙামাটি ও এ কে এম রুহুল আমিন, বিভাগীয় বন কর্মকর্তা, ইউ এস এফ বন বিভাগ, রাঙামাটি।
র্যালি শেষে বন সংরক্ষক, রাঙামাটি অঞ্চল, রাঙামাটি-এর অফিস চত্বরে প্রত্যেকে একটি করে বিরল ও বিপন্ন প্রজাতির চারা রোপন করেন।
চারা রোপন শেষে বন সংরক্ষকের দপ্তরের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিপাদ্য বিষয়ের ওপর পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. জাহিদুর রহমান মিয়া, বিভাগীয় বন কর্মকর্তা, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, বনরূপা, রাঙামাটি। এ সময় তিনি অতি সম্প্রতি আইইউসিএন কর্তৃক প্রকাশিত রেড লিস্টের তালিকাতে বিলুপ্ত ও বিলুল্পপ্রায় প্রজাতির উদ্ভিদ সম্পর্কে গুরুত্বারোপ করেন ও বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদের সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জীববৈচিত্র্য বলতে পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান প্রাণীর যে বৈচিত্র্যময় অবস্থান তাকেই বোঝানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জীববৈচিত্র্য বিবিধ কারণে মারাত্মক হুমকির সন্মুখীন। তিনি জীববৈচিত্র্য পুনুরুদ্ধারে বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান।
আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীববৈচিত্র্য হুমকির সন্মুখীন। জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য শুধু বন বিভাগ নয়, অন্যান্য সব শ্রেণি-পেশার লোকদের সচেতন করতে হবে এবং এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
রেজাউল করিম চৌধুরী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিষয়ে গুরত্বারোপ করতে এদের বাসস্থান-মেরামত/উন্নত করা জরুরি। বন্যপ্রাণী হত্যা, ধরা, মারা প্রভৃতি কাজ থেকে বিরত থাকার জন্য এবং এ ব্যাপারে জন সচেতনতা বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরবি