ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগর উপজেলায় ঝড়ে গাছ ভেঙে পড়ে আলী আহম্মদ (৩২) নামে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা সদরের কোনাঘাট মোড়ে একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহম্মদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বাংলানিউজকে জানান, সিএনজি চালক আলী নবীনগর পৌর এলাকা থেকে তার বাড়িতে ফেরার সময় ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় কোনাঘাট মোড়ে একটি বিশাল আকারের জাম গাছ ভেঙে চলন্ত সিএনজির ওপরে পড়লে ঘটনাস্থলেই ওই সিএনজি চালক নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।