ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাপান গেলেন স্পিকার শিরীন শারমিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
জাপান গেলেন স্পিকার শিরীন শারমিন

ঢাকা: জাপান গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দেশটির স্পিকারের আমন্ত্রণে মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টায় জাপানের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউজ অব কাউন্সিলরস অব জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।

এ সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ রয়েছেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।