ঢাকা: আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত ২৬৭টি প্রকল্পের অনুমোদন হয়েছে। ১৪টি খাতে এসব প্রকল্প বাস্তবায়ন হবে।
আগামী অর্থ বছরের এডিপিতে এসব বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো হলো—সাধারণ সরকারি সেবা খাতে ১৬টি; জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতের ১টি; শিল্প ও অর্থনৈতিক সেবা খাতের ১১টি; কৃষি খাতের ১৯টি; বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩৯টি; পরিবহন ও যোগাযোগ খাতের ৬৪টি; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৭টি; পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ২০টি; গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলি সম্পর্কিত ৪০টি; স্বাস্থ্য খাতে ১৩টি; শিক্ষা খাতে ৮টি; বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে ৭টি এবং সামাজিক সুরক্ষা খাতে ১০টি প্রকল্প আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
এনইসি আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের জন্য আরও ১১ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি অনুমোদিত দেয়। সব মিলে আগামী অর্থ বছরে এডিপির পরিমাণ ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।
এডিপিতে ১৫টি খাতে ১ হাজার ১১৮টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে ১৪ খাতে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প রয়েছে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প নেই শুধু প্রতিরক্ষা খাতে।
বাংলাদেশ সময় ২০১৫ঘন্টা: ২৩ মে ২০২৩
জেডএ/এমজেএফ