ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদক কারবারির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
বগুড়ায় মাদক কারবারির যাবজ্জীবন

বগুড়া: বগুড়ায় এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে বগুড়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বাংলানিউজ জানান, ২০১৬ সালের সাড়ে ৯৮ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রফিকুল। এ ঘটনায় তার নামে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। মামলায় জামিন পেয়ে তিনি পলাতক রয়েছেন। শুনানি শেষে দীর্ঘ সাত বছর পর আদালত এ রায় দেন।
 
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।