ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ঝড় বৃষ্টির সময় ভেজা অবস্থায় একটি গ্যারেজে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাছান আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাছান আলী ইজিবাইক চালক ছিলেন।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর বোর্ডঘাট এলাকায় একটি গ্যারেজে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে হাসান আলী বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাছান আলীকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু তুহিন জানান, হাছান ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ভাড়া থাকতেন। ইজিবাইক চালিয়ে বৃষ্টিতে ভিজে সন্ধ্যার দিকে গ্যারেজে আসেন। গ্যারেজ অন্ধকার থাকায় বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এজেডএস/এমজেএফ