ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাবে বাসে আগুন: আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
সায়েন্সল্যাবে বাসে আগুন: আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সায়েন্সল্যাব এলাকায় বিকেলের দিকে পুলিশের ওপর হামলার পাশাপাশি কয়েকটি প্রাইভেটকার ভাঙচুর ও বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।