ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাবা-মাকে খুঁজছে প্রতিবন্ধী শিশু সোহেল

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
বাবা-মাকে খুঁজছে প্রতিবন্ধী শিশু সোহেল সোহেল

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পাওয়া সোহেল (১০) নামে প্রতিবন্ধী একটি শিশু তার বাবা-মাকে খুঁজছে।

বুধবার (২৪ মে) দুপুরে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, আদিতমারী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মঙ্গলবার (২৩ মে) রাতে কান্না করছিল প্রতিবন্ধী এক শিশু। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করতে না পেরে থানায় খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে শিশু বান্ধব অফিসারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। অনেক চেষ্টার পর পুলিশকে দেওয়া তথ্যে শিশুটি তার নিজের নাম সোহেল (১০), বাবার নাম আব্দুর রাজ্জাক ও মায়ের নাম কাজলী জানালেও ঠিকানা বলতে পারেনি।



সোহেলকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে সবার সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সেফবুকের সন্ধান চেয়ে স্ট্যাটাসও দিয়েছে থানা পুলিশ। সোহেলকে কেউ চিনলে বা তার পরিবারের ঠিকানা জানা থাকলে আদিতমারী থানার ওসি মোজাম্মেল হকের সঙ্গে ০১৩২০১৩৪৩৯৭ -নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।