ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ডামুড্যায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ শুরু

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর মাঝি।  

এ সময় উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা আইসিটি অফিসার লিটন মুন্সী প্রমুখ।  

এতে ডামুড্যা উপজেলাধীন সব ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।