ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
বিজিবি-বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষ

কক্সবাজার: টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুই দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

বুধবার (২৪ মে) সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সম্মেলন শুরু হয়েছিল।

সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এতে বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব।

বাংলাদেশের প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মিয়ানমার বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল টেট লুইনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে।

এর আগে সম্মেলনে যোগ নিতে বুধবার মিয়ানমার প্রতিনিধি দল নৌ-পথে শাহপরীরদ্বীপ জেটিঘাট হয়ে টেকনাফ আসে। এসময় তাদের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।