ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান আর নেই 

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সালথার সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান আর নেই  মো. বদিউজ্জামান মোল্লা

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লা (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৫ মে) বাদ আসর উপজেলার সোনাপুরের চান্দাখোলা গ্রামের নিজ বাড়ির পাশে মোন্তার মোড়ে মরহুমের নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।  

বদিউজ্জামান মোল্লা ফরিদপুরের অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান। এলাকায় তিনি একজন সৎ পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।