ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে সুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
সুমি ভোলার লালমোহন উপজেলার ভাউরী বাজার গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বর্তমানে দ্বিতীয় স্বামী পায়েল ও দুই সন্তানকে নিয়ে গুলবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতালে সুমির বোন ফারজানা আক্তার জানান, তার বোনের প্রথম স্বামী রতন স্ট্রোক করে এক বছর আগে মারা যান। সেই ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। ৬ মাস আগে ইলেকট্রিক মিস্ত্রি পায়েলকে বিয়ে করেন। সুমি বাসে বাসে হকারি করে চকলেট বিক্রি করতেন।
তিনি আরও জানান, সকালে কাজে বের হওয়ার সময় মেয়ে মাহিকে (১২) ঘরবাড়ি পরিষ্কার করতে বলে যান সুমি। দুপুরে এসে দেখেন মেয়ে কাজ না করে বাইরে অন্যদের সঙ্গে খেলছে। এ সময় মেয়েকে বকবকি করে নিজের রুমে চলে যান। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখা যায় সুমি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এজেডএস/আরবি