ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
শাহজাহানপুরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে সুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।  

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমি ভোলার লালমোহন উপজেলার ভাউরী বাজার গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বর্তমানে দ্বিতীয় স্বামী পায়েল ও দুই সন্তানকে নিয়ে গুলবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

হাসপাতালে সুমির বোন ফারজানা আক্তার জানান, তার বোনের প্রথম স্বামী রতন স্ট্রোক করে এক বছর আগে মারা যান। সেই ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। ৬ মাস আগে ইলেকট্রিক মিস্ত্রি পায়েলকে বিয়ে করেন। সুমি বাসে বাসে হকারি করে চকলেট বিক্রি করতেন।  

তিনি আরও জানান, সকালে কাজে বের হওয়ার সময় মেয়ে মাহিকে (১২) ঘরবাড়ি পরিষ্কার করতে বলে যান সুমি। দুপুরে এসে দেখেন মেয়ে কাজ না করে বাইরে অন্যদের সঙ্গে খেলছে। এ সময় মেয়েকে বকবকি করে নিজের রুমে চলে যান। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখা যায় সুমি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।