ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে ১৫ দিনের বৈশাখী মেলা-২০২৩। মেলা চলবে আগামী ০৮ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন করে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজে সংস্কৃতি চর্চার প্রসার ঘটলে সমাজ থেকে অনাচার, দুর্নীতি, মাদক দূর হবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস