নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনভর তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসী মোশা ও তার বাহিনীর লোকেরা। এ সময় তারা গুলি ও ককটেল বিস্ফোরণ করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
উপজেলার নাওড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ মে) এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের অন্যতম সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ও তার লোকজন এদিন সকালে উপজেলার নাওড়া এলাকার মানুষের জমিতে কাজে বাধা দেয়। এ নিয়ে জমির মালিকদের সঙ্গে মোশার বাকবিতণ্ডা হলে মোশার লোকেরা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধের চেষ্টা করলে মোশা বাহিনী টেটা, রামদা, বল্লম, আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পরে।
এ ঘটনায় মোশা বাহিনীর হামলায় অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোশাকে আটক করলে বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা পুলিশের ওপর আক্রমণ করে মোশাকে ছাড়িয়ে নেয়। এ সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি তদন্ত) চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়।
পরে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নারীসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘মোশারফ একজন তালিকাভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হলে তার লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত-আট রাউন্ড ফাকা গুলি ছোড়ে। তবে বর্তমানে সে পলাতক। তাকে খুঁজে আইনের আওতায় আনা হবে। ’
এ ছাড়াও বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি সায়েদ বলেন, এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমআরপি