ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ডিবি পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, আটক ২

সাভার (ঢাকা): সাভারে নিজ বাসার কাছে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। বর্তমানে তিনি আহত অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ মে) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার (২৬ মে) রাতে সাভার পৌরসভার জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ডিবি পুলিশের সদস্য মো. সুলতান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশে সাভারে কর্মরত।

তবে আটক একজনের নাম মো. দেলু বলে ডিবি পুলিশ জানালেও আরেকজনের পরিচয় জানা যায়নি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সাভারের জামসিং এলাকায় ভাড়া বাসায় থাকেন এএসআই সুলতান। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসার আশপাশেই ছিলেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

পরে আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। তার সঙ্গে কথা বলে কারণ জানা যাবে। এঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৭ মে, ২০২৩
এসএফ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।