ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
বান্দরবানে ইয়াবাসহ ২ কারবারি আটক

বান্দরবান: জেলায় অভিযান পরিচালনা করে ৫১০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৬ মে) রাতে বান্দরবানের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ হোটেলের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মো. আবুল কালাম (২৮) ও বান্দরবান জেলা সদরের আর্মি পাড়ার বাসিন্দা মো. সুজন (৩৭)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা সর্বদা সচেষ্ট থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ হোটেলে অভিযান পরিচালনা করে দুইজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৫১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটকরা পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেটগুলো চকরিয়া ও কক্সবাজার এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বান্দরবানে নিয়ে আসে।

ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান বান্দরবান গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) জীবন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।