ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
বগুড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু  ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার আদমদিঘী উপজেলায় বাসচাপায় আবু বক্কর সিদ্দীক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডালম্বা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে। সে পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ডালম্বা বটতলী এলাকায় একটি দোকান থেকে খাবার কেনে আবু বক্কর। এরপর বাড়িতে ফেরার পথে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।