ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হজ ফ্লাইটের আগেই দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
হজ ফ্লাইটের আগেই দুর্ঘটনায় স্বামী নিহত,  স্ত্রী হাসপাতালে আব্দুল হামিদ ও তার স্ত্রী হালিমা খাতুন

হবিগঞ্জ: একসঙ্গে হজ পালনে যাওয়ার সব কাজ শেষ, ১৫ জুন তাদের ফ্লাইট। এরই মধ্যে বাসের ধাক্কায় মারা গেলেন স্বামী।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী।

রোববার (২৮ মে) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৫৫) নিহত এবং তার স্ত্রী হালিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল হামিদ আন্দিউড়া গ্রামের বাসিন্দা, আহত হালিমা খাতুন আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে মাধবপুর উপজেলা শিক্ষা অফিস থেকে বাড়ি ফিরছিলেন। বাকশাইর রাস্তার মোড়ে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাধবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, হালিমা খাতুন ও তার স্বামী এবার হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা ছিল। আগামী ১৫ জুন তাদের ফ্লাইটের নির্দিষ্ট তারিখ ছিল। রোববার শিক্ষা অফিসে এসে সবার দোয়া নিয়ে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।