ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দুদুকের গণশুনানি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে দুদুকের গণশুনানি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দূর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের আয়োজনে করা এই গণশুনানিতে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের সমাধান দেন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দুদকের কমিশনার (তদন্ত) মো. জহরুল হক।

সেখানে বক্তব্য রাখেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. কামরুল আহসান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। গণশুনানিতে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ সমাধান ও জবাব দেন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।