ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
বানিয়াচংয়ে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম বাজারে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বুধবার (৩১ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ওই বাজারের একটি পেট্রোল ও অকটেনের দোকান থেকে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে নয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।