ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুন ১, ২০২৩
পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল ছাত্রীর মাথায়

যশোর: যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ফ্যান খুলে পড়ে মারছিয়া খাতুন (১৯) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে ফ্যানটি মাথার পাশ ঘেঁষে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

 

বুধবার (৩১ মে) দুপুরে কমার্স সেকেন্ডারি টেস্ট পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহত অবস্থায় ওই ছাত্রীকে দ্রুতই কলেজ কর্তৃপক্ষ যশোর ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

আহতের স্বামী শহরের বেজপাড়ার সাহাদ হোসেন অভিযোগ করে বলেন, ফ্যানটি নড়বড় করছিল। গত তিন দিন আগে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় কিন্তু ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।  

ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ভাগ্যক্রমে ফ্যানটি সরাসরি মাথার ওপর পড়েনি। ঘাঁড়ের পাস দিয়ে গেছে। ভাগ্য সহায় হওয়ায় প্রাণে বেঁচে গেছে আহত মারছিয়া। এ নিয়ে সহপাঠীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের ফোনে কল করা হলেও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জুন ০১, ২০২৩
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।