ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ব্যাটারিচালিত ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলায় প্রধান পরিকল্পনাকারী জসিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার জসিম ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত শরিফুল হকের মিয়ার ছেলে।
এসপি আশিকুর রহমান জানান, গতকাল বুধবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
তিনি আরও জানান, গত ১৫ মে রাতে চাপড়ী গ্রামে একটি মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরদিন নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল পরিকল্পনাকারী জসিমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় শাখাওয়াতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং এতে তিন-পাঁচজন জড়িত। জড়িতদেরও শনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরিই গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস