নীলফামারী: দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ‘টেকসই উন্নয়নের অন্তরায় দুর্নীতি’ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে জয় পায় এই বিদ্যালয়টি।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরের দিকে ওই বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমনে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিষয়ের বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় দল।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হারুন-অর-রশীদ ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জুবেদ আলী এবং মডারেটর হিসেবে নীলফামারী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ ও নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান দায়িত্ব পালন করেন।
বিতর্ক শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা কমিটির সভাপতি ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ফারুক। আমন্ত্রিত অতিথি থেকে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক ইমরান হোসেন।
নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস