ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে ভবনের ১৯ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জুন ২, ২০২৩
শ্যামলীতে ভবনের ১৯ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: শ্যামলীর রূপায়ণ শেলফোর্ড ভবনে লাগা আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।  

এই তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলনও এই তথ্য নিশ্চিত করেছেন।

ভবন থেকে ২৭ জনকে অক্ষত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তবে ফায়ার সার্ভিসের সূত্র মতে এ সংখ্যা ২৩ জন।

ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, প্রায় ১৪টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ২টা ৮ মিনিটের দিকে। এখনো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

২০ তলা ভবনটি পুরোটাই বাণিজ্যিক ভবন। এখানে সরকারি-বেসরকারি সহ অনেক প্রতিষ্ঠানের অফিস আছে।

আরও পড়ুন >> শ্যামলীর ২০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এজেডএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।