ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডে বাসের ধাক্কায় সেলিম (৩০) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালকসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২ জুন) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
সেলিমের বাড়ি ময়মনসিংহ জেলায়। থাকতেন যাত্রাবাড়ী শনিরআকড়ায়। সময় পরিবহনের বাস চালক ছিলেন সেলিম।
একই পরিবহনের আরেক বাস চালক সজীব ইসলাম শুভ জানান, বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর শেষ করে চিটাগাং রোডে গাড়ি পার্কিং করে রিকশায় করে বাসায় ফিরছিলেন সেলিম ও আরেক চালক সাদ্দাম (২৩)। পথে হাশেম রোডে পেছন দিক থেকে ঠিকানা পরিবহনের একটি বাস রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী সেলিম ও সাদ্দামসহ রিকশাচালক ছিটকে রাস্তায় পড়েন। গুরুতর আহত হন সেলিম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এজেডএস/ এসএম