ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে কুপিয়ে হত্যা মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ২, ২০২৩
পল্লবীতে কুপিয়ে হত্যা মামলার আসামি আটক

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে সাহিনউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শফিক ওরফে কিলার শফিককে (২৫) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শুক্রবার (০২ জুন) রাজধানীর কালশী এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, আটক শফিকের সঙ্গে ভিকটিম সাহিনউদ্দিন ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে ভিকটিম সাহিনউদ্দিনকে বিরোধ মীমাংসার জন্য দেখা করতে বলে শফিক। সে অনুযায়ী নির্ধারিত জায়গায় দেখা করতে গেলে শফিক ও তার সহযোগীরা সাহিনউদ্দিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ছায়াতদন্তের ধারাবাহিকতায় আসামি শফিককে আটক করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরে কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।