ঢাকা: ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮-এ। এ ঘটনায় আহত আছে প্রায় এক হাজার জন।
শনিবার (৩ জুন) রাষ্ট্রপতি ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় তিন ট্রেনের ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। ট্রেনগুলোর একটি শালিমার থেকে চেন্নাইগামী সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, অপরটি বেঙ্গালুরু থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস এবং অন্যটি মালবাহী ছিল।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এমইউএম/এএটি