ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্লাস্টিক দূষণ কমাতে ইউএনডিপির পাটের পলিমার ব্যাগ চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ৪, ২০২৩
প্লাস্টিক দূষণ কমাতে ইউএনডিপির পাটের পলিমার ব্যাগ চালু

ঢাকা: বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের ব্যবহারের জন্য বাংলাদেশি বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খানের উদ্ভাবিত পাট-পলিমারভিত্তিক পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেছে।  

রোববার (৪ জুন) ঢাকার ইউএনডিপি অফিস এ তথ্য জানায়।

এটি ‌‘সোনালি ব্যাগ’ নামেও পরিচিত।  

এবার বিশ্ব পরিবেশ দিবসের (৫ জুন) অন্যতম প্রতিপাদ্য হলো ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এ বছরের স্লোগান: সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে, টেকসই ব্যবহারের প্রচার এবং সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করা আমাদের দায়িত্ব। ’

স্টেফান আরও বলেন, ‘আমরা জাতিসংঘের সব কর্মীদের জন্য এই পরিবেশবান্ধব ব্যাগ শুধু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই নিয়ে আসি নাই, পাশাপাশি প্লাস্টিকের বিকল্প কী হতে পারে তার এটি একটি সমাধান’।  

বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা, এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহাপরিচালক, ২০১৭ সালে পাটের আঁশ থেকে একটি পরিবেশবান্ধব পলিমার সফলভাবে তৈরি করেন।  

পরীক্ষামূলকভাবে তৈরির পর সোনালি ব্যাগটি পরিবেশবান্ধব হওয়ার কারণে বিশ্বব্যাপী সবার নজর কাড়ে।

‘পাটের পলিব্যাগ বা পাটের সেলুলোজ থেকে সোনালি ব্যাগ উদ্ভাবনে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে, আমরা এখন এ পলিমারের ব্যবহারের অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে গবেষণা করছি’।

‘বিশ্ব এখন এমন একপর্যায়ে এসে পৌঁছেছে যেখানে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের ব্যবহার বন্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে উঠেছে। আমরা যদি এখনই কাজ শুরু করি, তাহলে হয়তো ভবিষ্যতের কথা ভাবতে পারব। আমরা যদি না করি, তাহলে ভবিষ্যতে কিছুই করার থাকবে না। আমি জেনে আনন্দিত যে এই পরিবেশ দিবসে, ইউএনডিপি শুধু প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে নয় বরং একটি বিকল্প সমাধান দেওয়ার উদ্যোগ নিয়েছে, ড. মোবারক বলেন।

২০২৪ সালের শেষ নাগাদ, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য একটি বৈশ্বিক চুক্তির আলোচনা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।