ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাজিরায় ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ৪, ২০২৩
জাজিরায় ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন নাওডোবার আমজাদিয়া একাডেমির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।  

রোববার (৪ জুন) সকাল ১১টার দিকে স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে পদ্মা সেতুর সংযোগ সড়ক হয়ে মিছিলটি পদ্মা দক্ষিণ থানা ঘেরাও করে।

এতে স্থানীয় জনসাধারণও যোগ দেয়। এসময় পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত বিদ্যালয়ের অফিস সহকারী মাসুদুর রহমানকে গ্রেপ্তারের আশ্বাস দিলে থানা থেকে সরে যায় শিক্ষার্থীরা।  

পুলিশ, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত ৩০ মে আমজাদিয়া একাডেমির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী মাসুদুর রহমান তার অফিস কক্ষে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রীকে যৌন হরয়ানি করেন। তিনি আপত্তিকর আচরণ করেন। তখন অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরের দিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে। আর ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন একাধিক শিক্ষক। এরই প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রোববার সকালে প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা নাওডোবা বাজারে বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রখর রৌদ্র ও তাপদাহকে উপেক্ষা করে পদ্মা সেতুর সংযোগ সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় যায়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা সেতু দক্ষিণ থানা ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা থানা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, বিষয়টি জানাজানি হলে মেয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আমরা প্রত্যেক অভিভাবকরাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিদ্যালয়ে নিরাপত্তা না থাকলে আমরা মেয়েদের লেখাপড়া করাবো কি করে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া বলেন, এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছে। ওই অভিযোগের বিষয়ে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।  

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদিয়া একাডেমির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের বিষয় মৌখিকভাবে শুনেছিলাম। আজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার ক্যাম্পাসে এসেছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ক্যাম্পাস ছেড়ে যায়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।