সিলেট: সিলেট সিটি করপোরেশন নগর ভবনের নির্মাণাধীন ১২ তলা থেকে লোহার পাইপ পড়ে সেনাবাহিনীর লেন্স কর্পোরাল দেলোয়াল হোসেন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ জুন) রাতে সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্টের সদস্য মো. আব্দুল মান্নান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেনা সদস্যের নিহতের ঘটনায় তার সহকর্মী মো. আব্দুল মান্নান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, চেষ্টা চলছে।
মামলার আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোং’র মালিক মো. জামাল উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও নিহতের ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রধান নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোং’র সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক ও ক্রেন চালক মো. সাদেক।
এর আগে গতকাল শনিবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ একটি বিদ্যুতের লোহার খুঁটি সিটি মার্কেটের ভেতরে থাকা লেন্স কর্পোরাল দেলোয়াল হোসেনের মাথায় পড়ে। ঘটনার আগে তিনি কেনাকাটা করছিলেন। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেনা সদস্য দেলোয়াল হোসেন সিলেট সেনানিবাসের ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কোরে কর্মরত ছিলেন। তার বাড়ী মেহেরপুর জেলার রাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।
এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এনইউ/এমজে