নবাবগঞ্জ (ঢাকা): জেলার নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা বন্ধ করেছে প্রশাসন।
রবিবার (০৪ জুন) দুপুরে উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের সুজাপুর এলাকায় ইছামতী নদীতে অভিযান পরিচালনা করে এ বালু উত্তোলন বন্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
জানা যায়, ড্রেজার ব্যবসায়ী বাবুল সুজাপুর গ্রামে অবৈধভাবে ইছামতী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন বন্ধ এবং ড্রেজারের পাইপ অপসারণ করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআইএ