ঢাকা: ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়; মানুষ মালিক নয় বন্ধু তাহার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবিক শিক্ষার প্রতিষ্ঠান ‘আমাদের পাঠশালা’।
সোমবার (০৫ জুন) প্রতিষ্ঠানটির কপোতাক্ষ হাউজের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করে শিক্ষার্থীরা।
সকাল ১০টা ৪৫ মিনিটে বিদ্যালয়টির সামনে থেকে র্যালিটি যাত্রা শুরু করে। এ সময় বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের হাতে ছিল সচেতনতামূলক পোস্টার ও ব্যানার। র্যালিতে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ নিজ শরীরে প্লাস্টিক বা পলিথিনের দূষণের চিত্র ফুটিয়ে তোলে।
পরে বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে একটি মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে র্যালিটি শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসআইএ