ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাস্তা পারপার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছিদ্দিক উল্লাহ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ছিদ্দিক উপজেলার চৌমুহনী পৌরসভার মধ্য নাজিরপুর গ্রামের মৃত ছাইদুল হকের ছেলে।
 
স্থানীয়রা জানান, বৃদ্ধ ছিদ্দিক চৌমুহনী পৌরসভার চৌরাস্তা মোড় এলাকার রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই সময় ট্রাকচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যায়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।