ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর মেট্রোপলিটনের নতুন কমিশনার মাহবুব আলমের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
গাজীপুর মেট্রোপলিটনের নতুন কমিশনার মাহবুব আলমের যোগদান মো. মাহবুব আলম

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. মাহবুব আলম যোগদান করেছেন।

মঙ্গলবার (৬ জুন) তিনি নতুন কর্মস্থল গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

 

এর আগে ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

মো. মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার হোমনা থানার খাদেদাউদপুর এলাকায় মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন।  

১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। ২৪ বছরের চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি)  দায়িত্ব পালন করেন।   গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের আগে তিনি এপিবিএনের ডিআইজি (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।   এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২০ জুন ০৬, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।