সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে।
ভোর সাড়ে ৫টার দিকে জিরানি এলাকার নবী টেক্সটাইল নামে কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বুধবার (০৭ জুন) সকালে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ভোরে জিরানি এলাকার নবী টেক্সটাইল পাঁচতলা কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে ততক্ষণে কারখানার ভেতরে মজুদ রাখা তৈরি মূল্যবান গুডস আইটেম ও যন্ত্রাংশ পুড়ে যায়। আমরা এখনো ঘটনাস্থলে আছি। আগুন পুরোপুরিভাবে নিভে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসএফ/এসআইএস