ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে ১৬২ বোতল মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ৭, ২০২৩
দুর্গাপুরে ১৬২ বোতল মদসহ কারবারি আটক

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে একটি পিকআপভ্যান থেকে ১৬২ বোতল মদসহ আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

বুধবার (৭ জুন) সকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের বরতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক আশিক গাজীপুর জেলার শ্রীপুরের কেওয়া গ্রামের মুস্তফা কামালের ছেলে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরতপুর এলাকায় একটি পিকাআপভ্যানে তল্লাশি করে ১৬২ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আশিককে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকাআপভ্যানটিও। আশিককে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।